জামাল খান ওয়ার্ড আ. লীগ খ ইউনিটের সম্মেলন

| বৃহস্পতিবার , ২৫ নভেম্বর, ২০২১ at ১১:৪৯ পূর্বাহ্ণ

২১নং জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগের আওতাধীন ‘খ’ ইউনিট আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। গত রোববার মোমিন রোডস্থ নিশা ভবন কমপ্লেঙে ইউনিট সভাপতি মুন্সি মিয়ার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইসমাইল ও ইকবাল আহমেদ ইমুর যৌথ পরিচালনায় সম্মেলন উদ্বোধন করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম চৌধুরী বাবুল। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য প্রকৌশলী বিজয় কিষাণ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া। বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী সাহাবুদ্দীন, সাবেক ছাত্রনেতা ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টু প্রমুখ। সম্মেলনে অতিথিরা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ দল। এ দলটির হাত ধরেই জাতির পিতা বঙ্গবন্ধুর আহ্বানে দেশ মাতৃকার চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। এই দলটির বর্তমান নেতৃত্বে রয়েছেন বঙ্গবন্ধু তনয়া বিশ্বের দরবারে গর্বিত সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার সুযোগ্য নেতৃত্বে আজ বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে এবং বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। দ্বিতীয় অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে মুন্সি মিয়াকে সভাপতি, ইকবাল আহমেদ ইমুকে সাধারণ সম্পাদক করে দলের গঠনতন্ত্র অনুযায়ী ৩৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
পরবর্তী নিবন্ধলাইটারেজ শ্রমিক ইউনিয়নের কর্মসূচি ৭ দিনের জন্য স্থগিত