জামাল খানের সিকদার ও মোমিন রোডের মোগলকে ৯০ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার তৈরি

| বুধবার , ২ মার্চ, ২০২২ at ৬:২২ অপরাহ্ণ

অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে মেয়াদ ও লেভেলবিহীন পণ্য দিয়ে খাবার তৈরি, পরিবেশন, কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকায় নগরীর দু’টি রেস্তোরাঁকে জরিমানা করা হয়েছে।

এগুলো হলো জামাল খানের গ্র্যান্ড সিকদার রেস্টুরেন্ট ও মোমিন রোডের মোগল বিরিয়ানি হাউজ।

গ্র্যান্ড সিকদার রেস্টুরেন্টকে জরিমানা করা হয় ৬০ হাজার টাকা ও মোগল বিরিয়ানি হাউজকে ৩০ হাজার টাকা।

আজ বুধবার (২ মার্চ) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন।

একই অভিযানে জামালখান সড়কে নির্দেশনা অনুযায়ী বাংলা হরফে সাইনবোর্ড না থাকায় দু’টি প্রতিষ্ঠানকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়।

স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে নগরীর কদমতলী, আইস ফ্যাক্টরি রোডে নালা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা এবং রাস্তায় নির্মাণসামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১০ জনের বিরুদ্ধে মামলাসহ ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে চসিক-এর সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহায়তা করেন।

পূর্ববর্তী নিবন্ধকোকেন চোরাচালান মামলায় শুল্ক গোয়েন্দা কর্মকর্তাসহ তিনজনের সাক্ষ্যগ্রহণ
পরবর্তী নিবন্ধএক ঘণ্টারও কম সময়ে লন্ডন ধ্বংস করতে পারেন পুতিন