‘গাছ লাগান গাছ পরিচর্যা করুন, নিজে বাঁচুন অন্যকে বাঁচতে সহযোগিতা করুন’– এই প্রতিবাদ্যে রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের এক কোটি গাছ রোপণ ও বিতরণ কর্মসূচির অংশ হিসেবে জামালখান ওয়ার্ডে ৩০০ ভাল জাতের ঔষুধি গাছ, নিম গাছ ও রাধা কৃষ্ণ গাছ লাগানোর কাজ শুরু করেছে ফাউন্ডেশন। ২১নং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমনের সার্বিক সহযোগিতায় নিমগাছ গুলো লাগাচ্ছে রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন। গত মঙ্গলবার সকালে গাছ রোপণের মধ্যে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন কাউন্সিলর ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিবেশ বিষয়ক সভাপতি শৈবাল দাশ সুমন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক লায়ন মো. জাহেদুল করিম বাপ্পী সিকদার। এ সময় ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক কাজী গোলাম মোস্তফা, অভি, জিয়াউল হক এবং সিটি কর্পোরেশনের বাগান বিষয়ক কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।