চসিকের ২১ নম্বর জামালখান ওয়ার্ডে নাগরিক সেবা সহজীকরণ ও জনসমস্যার সরাসরি সমাধানের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার কদম মোবারক সিটি কর্পোরেশন হাই স্কুলে গণশুনানির আয়োজন করেন স্পেশাল ম্যাজিস্ট্রেট ও ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সোয়েব উদ্দিন খান।
গণশুনানিতে স্থানীয় বাসিন্দারা সড়ক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা, পানি সরবরাহ, বিদ্যুৎ, হোল্ডিং ট্যাক্সসহ বিভিন্ন নাগরিক সমস্যার কথা তুলে ধরেন। উপস্থিত কর্মকর্তারা অভিযোগ ও প্রস্তাব মনোযোগসহকারে শোনেন এবং তাৎক্ষণিকভাবে কয়েকটি বিষয়ের সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
গণশুনানির আয়োজকরা জানান, গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা সরাসরি জানা যায় এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বয়ের মাধ্যমে উত্থাপিত সমস্যাগুলোর সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার আশ্বাস দেয়া হয়েছে গণশুনানিতে। গণশুনানিতে ওয়ার্ডের সচিব জালাল আহমদ, সাইমুন হক সিকদারসহ বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












