চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্দেশনার চার মাস পর জামালখান এলাকার ফাইবার ক্যাবল কেটে দিয়েছেন স্থানীয় কাউন্সিলর শৈবাল দাশ সুমন। তবে স্থানীয়দের অভিযোগ, পূর্ব ঘোষণা ছাড়াই ক্যাবল কাটার ফলে পুরো এলাকাজুড়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে ইন্টারনেট ও ডিস ক্যাবল সেবা। গতকাল বৃহস্পতিবার সকালে কাউন্সিলর শৈবাল দাশ সুমন নিজে দাঁড়িয়ে থেকে নগরীর জামালখান এলাকার ডিস ও ফাইবার ক্যাবলগুলো কেটে দেন।
কাউন্সিলর শৈবাল দাশ সুমন নিজে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি বলেন, ক্যাবলের জঞ্জাল থেকে আগুন ধরে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গত পরশু হাজী বিরানির সামনে আগোছালো তারের জঞ্জালে আগুন ধরে যায়। সেটি দেখার পর আমি জামালখান এলাকার সমস্ত টানা ডিস ও ফাইবার ক্যাবল কেটে দেওয়ার সিদ্ধান্ত নিই। আমরা সংশ্লিষ্টদের বারবার বলেছি ক্যাবলগুলো সুন্দরভাবে লাইনআপে বেঁধে রাখার জন্য। জনসাধারণের নিরাপত্তার কথা ভেবেই ক্যাবল কেটেছিলাম। এতেতো আমার কোনো স্বার্থ নেই।
জানা যায়, এই এলোমেলো ইন্টারনেটের ফাইবার ক্যাবল অপসারণের জন্য চারমাস আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়। সেসময় ১৫ দিনের সময়সীমাও বেধে দেয় সংস্থাটি। কিন্তু তাতেও এলোমেলো ক্যাবল তার অপসারণ করেনি সংশ্লিষ্টরা।
এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই ক্যাবল কেটে দেওয়ায় দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ এবং বিভিন্ন প্রতিষ্ঠান। নগরীর জামালখান এলাকার ফাইবার ক্যাবলের সঙ্গে সংযুক্ত জামালখান, রহমতগঞ্জ, দেওয়ান বাজার, খাতুনগঞ্জ, চকবাজার, পূর্ব বাকলিয়া, পশ্চিম বাকলিয়া, মোহরা, চান্দগাঁও, বহদ্দারহাট, চাক্তাই, বোয়ালখালী, কর্ণফুলী ও পটিয়া পর্যন্ত ডিস ও ইন্টারনেটের কার্যক্রম বিঘ্নিত হয়।












