নগরীর জামাল খান খাস্তগীর স্কুল থেকে চেরাগী পাহাড় মোড় পর্যন্ত ফুটপাত ও সড়ক দখল করে জনভোগান্তি সৃষ্টি করায় ৬০ টি অবৈধ দোকান অপসারণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। একই সাথে এসব দোকানিকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল চলা এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান।
চসিক সূত্রে জানা গেছে, জামাল খান খাস্তগীর স্কুল থেকে চেরাগী পাহাড় মোড় পর্যন্ত অবৈধভাবে ভ্রাম্যমাণ দোকান পরিচালনা করায় জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তাই এসব অবৈধ দোকান অপসারণ করা হয়েছে। এছাড়া যেসব স্থায়ী দোকানের মালিকরা অবৈধভাবে নিজ সীমার বাইরে রাস্তা–ফুটপাত দখল করেছে তাদের দখল করা অংশ অপসারণের নির্দেশনা দেয়া হয়েছে।












