‘অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি’র প্রতিবাদে নগরে পদযাত্রা কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গসংগঠন। গতকাল বিকেলে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নূর আহম্মদ সড়ক ও জুবিলী রোড হয়ে কেন্দ্রঘোষিত পদযাত্রাটি তিন পোলের মাথায় গিয়ে শেষ হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। বক্তব্য রাখেন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর ও কেন্দ্রীয় সহ–সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশীদ।
ডা. শাহাদাত বলেন, জামালখানে ম্যুরাল ভাঙচুরের ঘটনায় বিএনপি নেতাকর্মীরা জড়িত নয়। ভিডিও ফুটেজে আমরা দেখেছি, আমাদের যেসকল নেতাকর্মীর নামে মামলা দেওয়া হয়েছে তাদের কেউ সেখানে ছিল না। উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে দেয়ার যে চিন্তা হচ্ছে সেটা আমরা হতে দেবো না। এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হামলা বন্ধ না করলে আমরা হরতালের মতো কর্মসূচি দিতে বাধ্য হবো। এ এম নাজিম উদ্দীন বলেন, জনগণের পকেট থেকে এই স্বৈরাচারী সরকার টাকা কেড়ে নিতে চায়। জনগণের ভোটে নির্বাচিত না হওয়া সরকার জনগণকে বিদ্যুৎ পানি গ্যাস দিতে পারছে না। ভাত, কাপড়, চিকিৎসা, শিক্ষা কিছুই দিতে পারছে না। আবুল হাশেম বক্কর বলেন, যারা হামলার শিকার হয়েছে উল্টো তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বিএনপি নেতাকর্মীরা এসব মামলা, হামলা ভয় পায় না। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। ভিপি হারুনুর রশীদ বলেন, আগামী নির্বাচন নিয়ে সরকার আবার নতুন চক্রান্ত শুরু করেছে। তারা শুধু নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেনি, দুর্নীতি, লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকেও ধ্বংস করে দিয়েছে। নগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবু সুফিয়ান, আলহাজ্ব এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, এড. আবদুস সাত্তার, এস এম সাইফুল আলম, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দিন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, জয়নাল আবেদীন জিয়া, হারুন জামান, এস এম আবুল ফয়েজ, আহমেদুল আলম চৌধুরী রাসেল, জাহাঙ্গীর আলম দুলাল, আবুল হাশেম, আনোয়ার হোসেন লিপু, মন্জুর আলম চৌধুরী মন্জু, মো. কামরুল ইসলাম, মোশাররফ হোসেন দিপ্তী, এইচ এম রাশেদ খান, বেলায়েত হোসেন বুলু, মনোয়ারা বেগম মনি, জেলী চৌধুরী, তাহের আহমেদ, নজরুল ইসলাম সরকার, সাইফুল ইসলাম।