জামালখানে কচি-কাঁচাদের চিত্রাঙ্কন উৎসব

| শনিবার , ২৬ মার্চ, ২০২২ at ৭:৫৯ পূর্বাহ্ণ

স্বাধীনতা দিবস উপলক্ষে জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ১০টায় জামালখানস্থ এ জি চার্চ স্কুলে শিশু-কিশোরদের ৪টি বিভাগে উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল হাশেম চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের প্রণব মিত্র চৌধুরী, সহযোগী অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সাহাবুদ্দীন, মো. এনামুল হক, মো. জাহাঙ্গীর আলম, চিত্তরঞ্জন সরকার, মো. সৈয়দুল আলম, কাজী বখতেয়ার উদ্দিন, অনিল দাশ, শেখ সাইফুদ্দীন খালেদ রানা, বাবুল দেব রায়, মৃদুল কুমার দাশ, রঞ্জন রশ্মি বড়ুয়া, সৈয়দা সাহানারা বেগম, আবু ফরহাদ চৌধুরী সাবু, তৌহিদুর রহমান, এটিএম আহসান উল্লাহ খোকন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সিডিএ চেয়ারম্যান বলেন, উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতায় শিশু কিশোরদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে আমি অভিভূত হয়েছি। অসম্প্রদায়িক চেতনায় শিশু-কিশোরদের মেধার সংযোজন ঘটিয়ে আগামী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করবে এ প্রচেষ্টা। উল্লেখ্য, আগামী ২৭ মার্চ প্রিয়া কমিউনিটি সেন্টারে বিকেল সাড়ে ৫টায় চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী এবং অংশগ্রহণকারীদের পুরস্কার, সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা
পরবর্তী নিবন্ধসাবেক মেয়র মনজুর আলমের সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ