নগরীর কোতোয়ালী থানার নাশকতার মামলায় কারাগারে থাকা জামায়াত–শিবিরের ৪০ নেতাকর্মীকে ডবলমুরিং থানার অপর একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল পুলিশের আবেদনের প্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত এই আদেশ দেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ–কমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
আদালতসূত্র জানায়, গত ২৮ আগস্ট ডবলমুরিং থানা এলাকায় পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জামায়াত–শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মামলা হয়। অন্যদিকে গত ১৫ আগস্ট নগরীর কাজির দেউড়ি এলাকায় নাশকতার ঘটনা ঘটে এবং মামলা হয়। ডবলমুরিং থানার মামলায় যাদের গ্রেপ্তার দেখানো হয়েছে তারা তখন গ্রেপ্তার হয়েছিলেন।