জামায়াত ইসলামভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করছে

পটিয়ায় কর্মী সমাবেশে শাহজাহান চৌধুরী

পটিয়া প্রতিনিধি | সোমবার , ২ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর জাময়াতের আমীর শাহজাহান চৌধুরী বলেছেন, এদেশ সকলের। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি সব বাংলাদেশি। সবাইকে নিয়েই জামায়াত দেশ গড়তে চায়। শেখ হাসিনা দেশে লুটের রাজত্ব কায়েম করেছিলেন। তার মন্ত্রী, এমপিরা লুটপাট আর টাকা পাচারে ব্যস্ত ছিল। স্থানীয় সমস্যা নিয়ে তারা ১৫ বছরে ১টি কথাও বলেনি। বাংলাদেশ জামায়াত ইসলামি প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করে না। বিগত ১৫ বছর জামায়াতশিবিরের নেতা কর্মীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে।

তিনি গত শুক্রবার সন্ধ্যায় ৭টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে পটিয়া উপজেলা ও পৌর জামায়াতের কর্মী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনা দেশে ফ্যাসিবাদী শাসন চালু করেছিলেন। বিচারের নামে জামায়াত নেতাদের গুম এবং হত্যা করা হয়েছে। বাড়িঘর জ্বালিয়ে দেয়া হয়েছে, লুট করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। হামলামামলা জেল জুলুমের শিকার হতে হয়েছে। আজ মুক্ত পরিবেশ পেলেও জামায়াত প্রতিশোধের পথে না গিয়ে জনগণের ভালবাসার পথে ক্ষমার পথ বেছে নিয়েছে। জামায়াত ইসলামভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করছে। তিনি উপমহাদেশে জামায়াত ইসলামি প্রতিষ্ঠার পটভূমি উল্লেখ করে বলেন, জামায়াত এবং ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র নতুন নয়। শেখ মুজিবও জামায়াতকে নিষিদ্ধ করেছিল। কখনো জঙ্গি, কখনো সন্ত্রাসের মিথ্যা তকমা দিয়ে জামায়াতকে নিষিদ্ধ করেছিল কিন্তু জামায়াত তার লক্ষ্যে ছুটে চলেছে।

জামায়াতের উপজেলা আমীর নাসের আলম শেখের সভাপতিত্বে এবং জামায়াত নেতা জসীম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে দারসে কুরআন পেশ করেন দক্ষিণ জেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা ইসমাইল হাক্কানী। উদ্বোধনী বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর সেলিম উদ্দীন। সভায় প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মোহাম্মদ আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতের সেক্রটারি অধ্যক্ষ বদরুল হক, সাবেক ছাত্রনেতা শাহজাহান মহিউদ্দিন, আকতার হোসেন, গাজী আসলাম সহ জেলাউপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধবন্যার্তদের সহায়তায় এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ
পরবর্তী নিবন্ধতৃতীয় দফায় ত্রাণ হস্তান্তর