জামায়াত আমিরের বক্তব্য ইতিহাসের নির্মম রসিকতা : রব

| শনিবার , ৪ জানুয়ারি, ২০২৫ at ৫:৩৭ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীকে ‘দেশপ্রেমিক’ বলে দলটির আমিরের দেওয়া বক্তব্য ইতিহাসের নির্মম রসিকতা’ বলেছেন স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী আসম আবদুর রব। গতকাল শুক্রবার এক বিবৃতিতে জেএসডির সভাপতি রব বলেন, ১৯৭১এ স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে এবং মানবতাবিরোধী অবস্থান করেও স্বাধীন দেশে জামায়াতে ইসলামকে দেশপ্রেমিক শক্তি হিসেবে আখ্যায়িত করা ইতিহাসের নির্মম রসিকতা ছাড়া কিছুই নয়। মুক্তিযুদ্ধের বিরোধিতা করে নিজ দেশের নাগরিকদের হত্যার সাথে জড়িত থাকা দেশপ্রেমের পরিচয় নয়। খবর বিডিনিউজের।

গত ২৫ ডিসেম্বর রংপুরের পাগলাপীরে জামায়াতে ইসলামীর এক সমাবেশে দলের আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছেএকটি সেনাবাহিনী, আরেকটি জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ সরকার এ দুই শক্তিরই ক্ষতিসাধন করেছে। আগেই সেনাবাহিনীর ক্ষতিসাধন করেছে। পরে জামায়াতকে তছনছ করে দিতে উঠে পড়ে লাগে। তার ওই বক্তব্য ‘মুক্তিকামী মানুষের জন্য অসম্মানজনক’ মন্তব্য করে আসম আবদুর রব বিবৃতিতে বলেন, অন্যদের বীরত্ব, লড়াইসংগ্রামকে অস্বীকার করে নিজেদের শ্রেষ্ঠত্ব ঘোষণা করার রাজনীতি গত ১৫ বছর জাতি প্রত্যক্ষ করেছে। এক জাতি এক নেতা এক দেশ অপ্রতিরোধ্য করার পরিণতিও আমরা দেখেছি। এবার ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে যে নজিরবিহীন পরিবর্তন ঘটেছে, তাকে আত্মসাৎ করার প্রবণতা থেকে সকল পক্ষকেই সতর্ক থাকতে হবে।

পূর্ববর্তী নিবন্ধনিরাপদ সবজি চাষে লাভবান কৃষক, উপকৃত ক্রেতা
পরবর্তী নিবন্ধ১৫ জানুয়ারির মধ্যে ভোটের তারিখ ঘোষণা চায় সিপিবি