চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর ২০২৫-২৬ সেশনের আমীর হিসেবে মাওলানা কামাল উদ্দিন ও মুহাম্মদ তারেক হোছাঈনকে সেক্রেটারি মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট কর্মপরিষদ গঠন করা হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে কর্মপরিষদ গঠনের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি মজলিসে শূরার এক বৈঠকে কর্মপরিষদ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
নতুন কর্মপরিষদে আরো আছেন, নায়েবে আমীর মাস্টার আবদুস সোবহান, সহ-সেক্রেটারি মুহাম্মদ আজিজুর রহমান ও মাওলানা আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, বায়তুলমাল সম্পাদক রফিক উদ্দীন, সমাজসেবা সম্পাদক রফিকুল ইসলাম, দাওয়া সম্পাদক মাওলানা ফৌজুল কবির, শিক্ষা কার্যক্রম সম্পাদক মাওলানা মাহমুদুল হক, ওলামা সম্পাদক মাওলানা আবু আহমদ, শ্রম সম্পাদক ডা. মুহম্মদ ইউনুস, আন্তঃধর্মীয় সম্পাদক ডা. রেজাউল করিম, আইটি ও মিডিয়া সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, অফিস সম্পাদক মাওলানা আবদুল্লাহ আল নোমান এবং মহিলা সম্পাদিকা ফাতেমা ইয়াসমিন।
দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী বলেন, ‘ফ্যাসিবাদের দোসররা সাতকানিয়ার প্রত্যেক গ্রামে অরাজকতা, জুলুম, শোষণ করে এখন পালিয়েছে। সাতকানিয়ায় ইনসাফ, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতের নতুন দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করে জনগণের পাশে থাকতে হবে।