বাংলাদেশ জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহারগরী জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি তাকওয়াভিত্তিক সংগঠন। তাই এ সংগঠনের কর্মীদের কোরআন–হাদিস অধ্যয়ন ও ইসলামী সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। ইসলামের সৌন্দর্য মানুষের মাঝে তুলে ধরার জন্য আরও নিষ্ঠা ও পরিশ্রম করার পরামর্শ দেন।
তিনি আওয়ামী সরকারের জুলুম–নির্যাতন ও লুটপাটের চিত্র তুলে ধরে কর্মীদের ইসলামের আদর্শিক আন্দোলনে আরও সুদৃঢ় ভূমিকা পালনের তাগিদ দেন।
গত ১০ জানুয়ারি নগরীর বড়পুল কিংস পার্ক কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ডের উদ্যোগে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ড আমীর ইঞ্জিনিয়ার মনজুরুল হকের সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারি মাওলানা আহমদ শফির সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, মহানগরী জামায়াতের নায়েবে আমীর নজরুল ইসলাম, হালিশহর থানার আমীর ফখরে জাহান সিরাজী সবুজ, থানার নায়েবে আমীর ড. শাহাদাত, হোসেন, থানা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ। সম্মেলনে আরও বক্তব্য দেন, মাওলানা মো. ইউসুফ, এস এম সাইফুদ্দিন, সারওয়ার আবু জাহেদ, আলাউদ্দিন চৌধুরী, আব্দুল ওয়াজেদ, জাহাঙ্গীর আলম, উমর ফারুক বাবলু। প্রেস বিজ্ঞপ্তি।