জামাতুল আনসারের প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ স্ত্রীসহ গ্রেপ্তার

বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

| শনিবার , ২৪ জুন, ২০২৩ at ৬:৩৬ পূর্বাহ্ণ

নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গতকাল রাত ১০টার দিকে ঢাকার ডেমরা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক পাওয়ার কথা এক বার্তায় জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। খবর বিডিনিউজের।

সিটিটিসির প্রধান অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান জানান, ডেমরা এলাকার থেকে শামিন মাহফুজকে তার স্ত্রীসহ গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, বাসা থেকে নয়, রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়। তারা হয়তো কোথাও যাচ্ছিল।

ডিএমপির অতিরিক্ত উপকমিশনার কে এন রায় নিয়তি বলেন, শনিবার (আজ) দুপুরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, নতুন এ জঙ্গি সংগঠন পাহাড়ের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের ছত্রছায়ায় প্রশিক্ষণ নিয়ে গড়ে তোলা হচ্ছে। সাম্প্রতিক সময়ে এ সংগঠনের বেশ কয়েকজন সদস্যকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তারও করা হয়। তবে এটি যারা চালাচ্ছিলেন তারা এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিল।

সম্প্রতি নতুন এ সংগঠনের সশস্ত্র জঙ্গিদের ধরতে পাহাড়ে অভিযানও চালানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের জন্য এলো আরও ৬৩ হাজার টন কয়লা
পরবর্তী নিবন্ধচৌধুরী হাটে হাসিল আদায়ের ঘোষণায় উত্তেজনা