জামাকাপড় ড্রাই ওয়াশ না করে লন্ড্রি ওয়াশ করায় হাজার টাকা জরিমানা ও মুচলেকা!

অভিযোগ সীতাকুণ্ডের ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ৭ জুলাই, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের ভূমি অফিসের কর্মচারীর জামাকাপড় ড্রাই ওয়াশ না করে লন্ড্রি ওয়াশ করায় ১ হাজার টাকা জরিমানা আদায় ও মুচলেকা নিয়েছেন ভুমি অফিসের লোকজন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা ভূমি অফিসে এসব ঘটনা ঘটে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ভূমি অফিসের পাশে সীতাকুণ্ডের হাসান গোমস্তা মসজিদ সংলগ্ন সানলাইট লন্ড্রিতে ভুমি অফিসের কর্মচারী কবির হোসেন কিছু পোশাক আনতে যান। এই কাপড়গুলো এর আগে সানলাইট লন্ড্রিতে ড্রাই ওয়াশের জন্য দিয়েছিলেন কবির। কিন্তু ডেলিভারির পর কাপড় ভেজা থাকায় ক্ষুব্ধ হয়ে উঠেন তিনি।

এক পর্যায়ে লন্ড্রি দোকানি কিশোর দাশকে ভূমি অফিসে নিয়ে আসেন। অভিযোগ, এসময় ভূমি অফিসের মো. ফারুক ও কবির হোসেন কিশোর দাশকে গালিগালাজ করেন। পরে এসিল্যান্ড না আসা পর্যন্ত তাকে অফিসে বসিয়ে রাখেন। শেষমেষ কিশোর দাশের কাছ থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বলা হয় মুচলেকা নিতে স্টাম্প কেনার জন্য এ টাকা নেয়া হয়েছে। লন্ড্রি দোকানির এই মুচলেকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় সমালোচনা। লন্ড্রি দোকানি কিশোর দাশ বলেন, কাপড়গুলো ড্রাই ওয়াশ না লন্ডি ওয়াশ করতে দিয়েছে আমি বুঝতে পারেনি। কিন্তু আমার সাথে ভুমি অফিসের কর্মচারীরা খারাপ ব্যবহার করেছে। আমি এর প্রতিকার চাই।

এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভায় যোগদান করার জন্য এসি ল্যান্ড সকালেই ডিসি অফিসে চলে আসেন। তিনি বিষয়টি জানতে পেরে চট্টগ্রাম থেকে ফিরে বিকালেই উভয়পক্ষকে নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে ভুমি অফিসের কর্মচারী কবির ও ফারুক স্ট্যাম্প কেনার জন্য টাকা নেয়ার কথা স্বীকার করেন। এসময় বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, ওসি তোফায়েল আহমেদ, সীতাকুণ্ড বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম বলেন, ‘আমি সারাদিন অফিসেই ছিলাম না। ডিসি অফিসে ছিলাম। তবে শুনেছি একজন লন্ড্রি দোকানি কিছু কাপড় ড্রাই ওয়াশ না করে বাংলাওয়াশ করে ফেলেছেন। এটাকে কেন্দ্র করে আমার অফিসের কর্মচারীরা তার সাথে খারাপ ব্যবহার করেছেন। আমি তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করবো। তবে বৈঠকের মাধ্যমে এ ভুল বুঝাবুঝির অবসান হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, উভয় পক্ষের মধ্যে বসে এ ঘটনার সমাধান করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধস্ত্রীর মামলায় সেই মোস্তাকিমের জামিন
পরবর্তী নিবন্ধলায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটালের যাত্রা শুরু কাল