জামাই-শাশুড়ির জুয়ার আসর

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৮ জুলাই, ২০২১ at ৬:১৫ পূর্বাহ্ণ

নগরীর মোগলটুলি এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে দুজন সম্পর্কে জামাই-শাশুড়ি। তারা জুয়ার আসর পরিচালনার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। বাকিরা জুয়া খেলতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ফরিদা বেগম (৫০) ও তার মেয়ের জামাই আব্দুর রহিম (৪০)। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গ্রেপ্তার হন তারা।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ফরিদা বেগমের মালিকানাধীন চারটি এক কক্ষবিশিষ্ট ঘর রয়েছে। এর মধ্যে তিনটি ভাড়া দিয়েছেন। আরেকটিতে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসিয়ে আসছিলেন। তার জামাতা আব্দুর রহিম এ কাজে তাকে সাহায্য করতেন। অভিযানে নগদ ২ হাজার ৭২৫ টাকা এবং তিন সেট তাস জব্দ করেছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধবিয়ের ২২ দিন পর করোনায় যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধডাকাতির নাটক সাজিয়েও রক্ষা পেলেন না স্বামী-শাশুড়ি