জামাইর ছুরিকাঘাতে শ্বশুর খুন

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ২৩ সেপ্টেম্বর, ২০২০ at ১০:২৭ পূর্বাহ্ণ

কক্সবাজারের ভারুয়াখালীতে মেয়ে জামাইর ছুরিকাঘাতে খুন হয়েছেন শ্বশুর নুরুল কবির (৪৫)। এছাড়া গুরুতর জখম শাশুড়ি নুর জাহান বেগমকে (৪০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ভারুয়াখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মশরফ পাড়ায় এই ঘটনা ঘটে। তবে ঘাতক জামাতা মিজানুর রহমান (২৮) পলাতক রয়েছেন। তিনি একই ইউনিয়নের বানিয়া পাড়ার আমির হোসেনের ছেলে।
ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার ফজলুল হক স্থানীয়দের বরাত দিয়ে জানান, নুরুল কবিরের মেয়ে জেরিন আক্তারের সাথে প্রায় দেড় বছর আগে মিজানুর রহমানের বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে ছয় মাসের একটি ছেলে আছে। সম্প্রতি সংসারে বিরোধের জেরে বাপের বাড়িতে চলে আসেন স্ত্রী জেরিন আক্তার। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ঘাতক মিজানুর রহমান শ্বশুর বাড়িতে গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে স্ত্রীকে মারধর শুরু করেন। এসময় শ্বশুর-শাশুড়ি তাকে নিবৃত্ত করার চেষ্টা করলে তাদেরকে ছুরিকাঘাত করা হয়। পরে প্রতিবেশীরা আহত শ্বশুর-শাশুড়িকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে রাত ৩টার দিকে শ্বশুর নুরুল কবির মারা যান। পরে শাশুড়ি নুর জাহানকে কক্সবাজার থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়।
কক্সবাজার সদর থানার ওসি মাসুম খান বলেন, ঘটনার পর পরই খুনি গা-ঢাকা দিয়েছেন। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের শনাক্তের হার ১৮.৬১ শতাংশ
পরবর্তী নিবন্ধবন্দরের তিন একর জায়গা দখলমুক্ত