জামতলা সমাজ উন্নয়ন কমিটির মাদক বিরোধী সভা

| শনিবার , ৪ মার্চ, ২০২৩ at ৯:২৬ পূর্বাহ্ণ

প্রবীণদের প্রদর্শিত পথে নবীনরাই গড়বে আগামীর বাংলাদেশনেশা ছেড়ে কলম ধরি মাদকমুক্ত সমাজ গড়ি’এই স্লোগানের মধ্যে দিয়ে এনায়েত বাজার ওয়ার্ডের ১৪নং জামতলা সমাজ উন্নয়ন কমিটির উদ্যোগে মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা সংগঠনের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও

 

সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় গতকাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিলর মো. সলিম উল্লা বাচ্ছু। বিশেষ অতিথি ছিলেন এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. ইসমাইল মনু, আওয়ামী লীগ নেতা শেখ এসএম আকরাম, বাংলাদেশ

লেবার ফেডারেশন চট্টগ্রাম নগর যুগ্ম সম্পাদক শামসুল ইসলাম আরজু। বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি মো. আলী হোসেন , সিনিয়র সভাপতি মো. চাঁদ মিয়া, যুগ্ম সম্পাদক মোহাম্মদ রবিউল বশর, সহ সম্পাদক মো. আলী, সাংগঠনিক সম্পাদক মো. ছালাম হোসেন সানি, সহসাংগঠনিক সম্পাদক

মো. রাজু আহাম্মদ, অর্থ সম্পাদক মো. শাহ আলম চৌধুরী, সহঅর্থ সম্পাদক মোছাম্মৎ আমেনা ইসলাম, মোহাম্মদ জাবেদ, মো. আফসার, জাহিদুল ইসলাম জনি, মোছাম্মদ পাখি বেগম, মো. জহিরুল ইসলামসহ প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদক মানুষের জীবনে এক অভিশাপের নাম। বর্তমান

সরকারের প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে । যেখানে মাদক সেখানে এই প্রতিরোধ। পরে প্রধান অতিথি ২৩২৫ সনের নতুন কমিটি শপথ বাক্য পাঠ করান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসলিমপুর সিডিএ আবাসিক এলাকার রাস্তা সংস্কার হবে দ্রুত সময়ে
পরবর্তী নিবন্ধঘুমধুম সীমান্তে ৮৮০ প্যাকেট বার্মিজ সিগারেট জব্দ