মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাবের আহমদ চৌধুরী আর নেই। তিনি ৩০ অক্টোবর রাত সাড়ে ৯টায় ডায়াবেটিসজনিত অসুস্থতার কারণে নগরীর পার্ক ভিউ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি ১ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার বিকেল দুইটায় দক্ষিণ ঝাপুয়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।












