জাবেদ-ওয়াসিকাসহ ১৩৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাতের আঁধারে মিছিল

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ১৯ অক্টোবর, ২০২৫ at ৯:২৬ পূর্বাহ্ণ

আনোয়ারার জুইঁদন্ডি ইউনিয়নে গত বৃহস্পতিবার রাতের আঁধারে জয় বাংলা ও সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। গত বৃহস্পতিবার রাত ৯টার এ ঘটনায় পুলিশ শুক্রবার অভিযান চালিয়ে আবদুল কাদের (৫০), আবদুল খালেক (২৮) ও মো. আরিফ (২০) নামের তিনজনকে গ্রেপ্তার করেছে। এসময় ঘটনাস্থল থেকে ২০টি কাঠের লাঠি, ১০টি ইটের খোয়া, ২টি দা এবং ৮ পিস ৪ ফুট লম্বা লোহার টুকরা উদ্ধার করা হয়।

পরে গতকাল শনিবার সকালে এ ঘটনাকে কেন্দ্র করে আনোয়ারা থানার এসআই (নিরস্ত্র) মো. আবুল বাশার বাদী হয়ে সরকার ও রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানসহ ১৩৮ জনকে আসামি করা হয়েছে। মামলার উল্লেখযোগ্য অন্যান্য আসামিরা হলেন, জাবেদের ছোট ভাই আনিসুজ্জামান চৌধুরী রনি (৫২), ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি শাহাজাদা এস এম মহিউদ্দিন (৫৫), উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক (৫৮), জাবেদের পিএস রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম (৩৮) ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ভিপি জাফর (৬০)

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, জুঁইদন্ডী ইউনিয়নে রাতের আঁধারে সরকার ও রাষ্ট্র বিরোধী শ্লোগান ও নাশকতা করার চেষ্টার অপরাধে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর এ ঘটনার মদদদাতা, রাষ্ট্র ও সরকার বিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থায়ন করাসহ নানান অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান, উপজেলা চেয়ারম্যানসহ ১৩৮ জনের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা হয়েছে। তিনি আরো জানান, মামলার এজাহারভুক্ত আসামিরা দেশেবিদেশে অবস্থান করে অনলাইন ও বিভিন্ন মাধ্যমে সরকার ও রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবহির্নোঙরে ১২০০ টন কাঁচামাল নিয়ে জাহাজডুবি
পরবর্তী নিবন্ধজুলাই সনদ বাস্তবায়িত হলে রাষ্ট্রে ভারসাম্য আসবে : সালাহউদ্দিন