জাবি শিক্ষার্থী চকরিয়ার সিফাতের হদিস নেই ১২ দিন

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ১৭ আগস্ট, ২০২৪ at ৬:৪৫ পূর্বাহ্ণ

ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী কক্সবাজারের চকরিয়ার সিফাতুল ইসলামের খোঁজ পাচ্ছে না পরিবার। দীর্ঘ ১২ দিন ধরে সিফাতের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে পরিবারের সদস্যদের মাঝে। এই অবস্থায় সিফাতের সন্ধান চেয়ে এখানেওখানে ধর্ণা দিচ্ছে পরিবার।

পরিবার সূত্র জানায়, সিফাতুল ইসলাম সিফাত জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। গত ১২দিন ধরে সে নিখোঁজ রয়েছে। তার ব্যবহৃত মোবাইলও বন্ধ রয়েছে। সিফাতের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের পূর্ব গর্জনতলী গ্রামে। সে ওই গ্রামের ছদরুল ইসলামের পুত্র। সে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হয়।

সিফাতের বড় ভাই সাইফুল ইসলাম জানান, গত ৪ আগস্ট বেলা ১১টার দিকে তার সাথে সর্বশেষ কথা হয়। সিফাত ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে। সে আহত হওয়ার বিষয়টি তাকে জানানো হয়েছিল। এ সময় টাকা পাঠানোর জন্য বলেছিল সিফাত। কিন্তু এর পর থেকে তার মোবাইল ফোনে আর কল যায়নি। এই অবস্থায় বাবা, মা, ভাইসহ পরিবার এবং আত্মীয়স্বজনেরা সিফাতের হদিস না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

বড় ভাই সাইফুল ইসলাম আরও জানান, সিফাতের খোঁজে গতকাল শুক্রবার সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধচবির ৫ সমন্বয়কের পদত্যাগ
পরবর্তী নিবন্ধজনগণের কাছে খালেদা জিয়া ও গণতন্ত্র আজ যেন সমার্থক