স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ চট্টগ্রামের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা জাফর আহমেদ চৌধুরীর স্মরণসভা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি অধ্যাপক প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ লিপটনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
স্মরণসভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ–সভাপতি হাসিনা জাফর, রুহি মোস্তফা, অজিত কান্তি দাশ, রিজোয়ান রাজন, মো. আবদুস সবুর, সাংগঠনিক সম্পাদক সরোয়ার আমিন বাবু, পূর্ণিমা দাশ বেবি, মো. আরজু খাঁন, সরিৎ চৌধুরী সাজু, সাবিহা সোলতানা রকসি, কানিজ ফাতেমা, অচিন্ত্য কুমার দাশ, সজল দাশ, স ম জিয়াউর রহমান, রেখা রানী বড়ুয়া, জামসেদ উদ্দীন, অরুণ কুমার দাশ, আসিফ ইকবাল, রোজী চৌধুরী, হানিফুল ইসলাম চৌধুরী, সমীরণ পাল, মো. জসিম উদ্দিন, ফয়েজুন্নেছা আক্তার মুক্তা প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, এক সময় মরহুম বীর মুক্তিযোদ্ধা জাফর আহমেদ চৌধুরী ছিলেন আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারী।
তিনি ছিলেন প্রগতিশীল আন্দোলন ও রাজনীতির সাহসী সৈনিক। পাশাপাশি তিনি ছিলেন একজন সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর ব্যক্তি। তিনি তার জীবন ও কর্ম দিয়ে সমাজকে আলোকিত করেছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












