পটিয়ার আশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাফর আহমদ চেয়ারম্যানের স্মরণ সভা ও দোয়া মাহফিল গত শনিবার স্থানীয় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। আবদুল আলিম মেম্বারের সভাপতিত্বে ও মোহাম্মদ আনোয়ারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়া। তিনি বলেন, মরহুম জাফর আহমদ ছিলেন একজন প্রকৃত জনবান্ধব মানুষ ও জনপ্রতিনিধি। তিনি ইউনিয়নে শিক্ষা, সমাজসেবা ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর সততা, ন্যায়পরায়ণতা মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছে।
প্রধান বক্তা ছিলেন সৈয়দ শাহদাত আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান রেজাউল করিম নেছার, মুহাম্মদ জিল্লুর রহমান, মনির আহমদ সেলিম, মো. জমির উদ্দিন চৌধুরী মানিক, মফজল আহমদ চৌধুরী, একেএম জসিম উদ্দিন, মো. কলিম উল্লাহ চৌধুরী, মো. হারুনুর রশিদ, শাহদাত হোসেন সুমন, রবিউল হোসেন রবি, রবিউল হোসেন বাদশা, নেজাম উদ্দিন, মুরাদুল আলম, আবদুল কাদের, মীর সরোয়ার, সাখাওয়াত হোসেন, মোহাম্মদ আলী মাস্টার, আবদুল মান্নান, ফয়েজ মেম্বার, হাবিব উল্লাহ, মো. জাহাঙ্গীর, রাশেদুল আলম, মুবিনুল হক, পারভেজ মেম্বার, হেলাল মেম্বার, আবু সুফিয়ান হিরু, দিদারুল ইসলাম রীটু, নুরুল আবছার, নেজাম উদ্দিন পেয়ারু, মাঈনুদ্দিন, ইয়াকুব, ইমন চৌধুরী, মো. মাহফুজুল আলম প্রমুখ। শেষে দোয়া ও মোনাজাত করা হয়।