জাফরুল ইসলাম চৌধুরীর কবর জিয়ারতে দক্ষিণ জেলা আহবায়ক কমিটির নেতৃবৃন্দ

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৪৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর কবর জিয়ারত করলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।

গতকাল শনিবার বাঁশখালী উপজেলা কালীপুর ইউনিয়নে জাফরুল ইসলাম চৌধুরীর পারিবারিক কবরস্থানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক প্রচার সম্পাদক শাখাওয়াত জামান দুলাল, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম বুলবুল, বাঁশখালী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার মোহাম্মদ লোকমান, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুর ছবুর চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল হক চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, আমিনুর রহমান চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, গাফফার চৌধুরী, রাসেল ইকবাল মিয়া, এডিশনাল পিপি এডভোকেট শওকত ওসমান, নাছির উদ্দীন, এডভোকেট নেজাম উদ্দিন, মোহাম্মদ মহসিন, রাসেল চৌধুরী, তমিজ উদ্দিন, মোঃ বাদশা, মোশাররফ হোসেন, আবদুর ছবুর, ফরহাদ হোসেন, আবু তৈয়ব।

কবর জিয়ারত শেষে চট্টগ্রাম দক্ষিণ জেলার নবগঠিত বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ বলেন, সাবেক প্রতিমন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির অবিসংবাদিত নেতা ছিলেন, যিনি মৃত্যুর কয়েক ঘন্টা আগেও বিএনপির দলীয় কর্মসূচিতে রাজপথের সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, তার রাজনীতি জীবনে দলের প্রতি যে ভালোবাসা তিনি রেখে গেছেন তা নেতা কর্মীদের আজীবন ভুলার মত নয়। পরবর্তীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক জেলা পিপি এডভোকেট আবু ছালেহ্‌ চৌধুরী ও বাঁশখালী উপজেলা ছাত্রদলের সভাপতির শহীদুল ইসলামের কবর জেয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করেন নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে অটোমেশন অফ ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড বিষয়ক কর্মশালা
পরবর্তী নিবন্ধচবিতে পাঁচ দিনের একুশে বইমেলা আজ থেকে