জাফরাবাদ ফাজিল মাদরাসার ২ দিনব্যাপী ৬৬ তম বার্ষিক সভা ও ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিল সম্প্রতি মাদরাসা গভর্নিং বডির সভাপতি একেএম শামশুদ্দীনের সভাপতিত্বে মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল গফুর রেজভী। মাওলানা ইউসুফ বিন্ নূরি ও জাফর আহমদ আনছারীর সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন সাতবাড়ীয়ার পীর মাওলানা আবদুল হালিম রশিদী, কালিপুর দরবারের পীর সৈয়দ জগলুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বৈলতলী ইউপি চেয়ারম্যান এডভোকেট আনুয়ারুল মোস্তফা চৌধুরী দুলাল, আহমদ সৈয়দ চৌধুরী, আবদুর রহমান, কলিমুল্লাহ চৌধুরী। বক্তব্য রাখেন অধ্যাপক ড. নিজাম উদ্দিন, হাফেজ আশরাফুজ জামান আল কাদেরী, আহমদ রেজা নঙবন্দী, শিহাব উদ্দিন, মাওলানা মোজহেরুল কাদের ফারুকী, নূর হোসেন ফারুকী, নুরুল ইসলাম, কারী ইলিয়াস, আহসান উল্লাহ ও শফিকুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।