জাপা দক্ষিণ জেলার সভা

| বুধবার , ৪ জানুয়ারি, ২০২৩ at ১০:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদ মার্কেটস্থ দক্ষিণ জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত রবিবার এক সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন জেলা জাপার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুচ্ছফা সরকার। দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নুরুচ্ছফা সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা জাপার সদস্য সচিব আব্দুর রব চৌধুরী টিপু।

জাপার যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দীন ফারুকীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জাপার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া চৌধুরী, জেলার যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক বেঙ্গল, আনোয়ারা উপজেলা আহবায়ক মো. সেলিম, সদস্য সচিব হারুনুর রশীদ।

উপস্থিত ছিলেন কাজী নুরুচ্ছফা, নুরুল ইসলাম, নাছির উদ্দীন, সিরাজুল ইসলাম স্টিল, নুর হোসেন, নুর মোহাম্মদ, এটিএম শাহদাত হোসেন, জামাল উদ্দীন, আব্দুর রহমান, আবুল হাশেম, ডা. নুরুল ইসলাম, নুরুল আবছার, মো. জয়নাল, রফিক কন্ট্রকটার, মো, রুবেল, নাছির কন্ট্রকটার, শাহ আলম, মো. ইমরান, আবু বক্কর ছিদ্দিকীসহ জেলা আহ্বায়ক কমিটি এবং বিভিন্ন উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসেবা ফাউন্ডেশনের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধআইকিউএসির এ্যাক্রডিটেইশান গ্রহণের জন্য করণীয় বিষয়ক সভা