জাপা ক্ষমতায় গেলে দেশে উন্নয়ন হবে, শান্তি ফিরে আসবে

বন্দর-পতেঙ্গা আসনে জাপা প্রার্থীর গণসংযোগ

| রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ at ১১:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১১ বন্দরপতেঙ্গা আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও মহানগর আহ্বায়ক আবু তাহেরের কর্মীসর্মথকরা গতকাল শনিবার নগরীতে গণসংযোগ করেন। ৩৬নং ওয়ার্ডের ফকির হাট বাজার, কালীবাড়ী এলাকায়, বারেক বিল্ডিং গোসাইলডাঙ্গা নিমতলাসহ উক্ত ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও গলিতে গণসংযোগকালে জাতীয় পার্টি নেতৃবৃন্দ বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশে উন্নয়ন হবে, মানুষের কল্যাণ হবে, শান্তি ফিরে আসবে। শিল্পবাণিজ্য বান্ধব পরিবেশ ফিরে আসবে। হিন্দু সমপ্রদায়ের পবিত্র দিন জন্মাষ্টমীর দিন ছুটি ঘোষণা করেছে। হিন্দু সমপ্রদায়ের শত্রু সম্পত্তি আইন জাতীয় পার্টি রোহিত করেছিল। হিন্দু কল্যাণ ট্রাস্ট জাতীয় পার্টি গ্রহণ করেছিল। মসজিদ মন্দির গির্জায় বিদ্যুৎ দিল পানির বিল জাতীয় পার্টি মওকুফ করেছিল। জাতীয় পার্টি স্বাধীনতার স্বপক্ষের শক্তি। তারা বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে আপনার মূল্যবান ভোট দিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান জি,এম কাদেরকে শক্তিশালী করুন। জাতীয় পার্টির নয় বছরের শাসন ইতিহাসের স্বর্ণযুগ। এই লাঙ্গল প্রতীক এ দেশে উন্নয়ন উৎপাদনের রাজনীতির মডেল ছিল। এই লাঙ্গল প্রতীক রাষ্ট্রধর্ম ইসলাম দিয়েছে। সাপ্তাহিক ছুটি শুক্রবার দিয়েছে।

গণসংযোগে অংশগ্রহণ করেন নাছির উদ্দীন ছিদ্দিকী, আবছার উদ্দিন রনি, এম শফিউল আজম চৌধুরী লিটন, জহুর উদ্দিন, জসীম উদ্দিন, আবদুর রহিম, কায়সার হামিদ মুন্না, ইন্‌িজনিয়ার নাসির উদ্দিন রনি, শরিফুল সাইফুদ্দিন, মোহাম্মদ শাহজাহান মোল্লা নিরব, আশরাফ চৌধুরী, মো. সৈকত, তাছির হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগরীকে আর সন্ত্রাসীদের হাতে ছেড়ে দেওয়া যাবে না
পরবর্তী নিবন্ধভাটিয়ারীর সন্তান হিসেবে আপনাদের পাশে থাকতে চাই