জাপার সামসুল নগদ টাকায় অন্য প্রার্থীদের চেয়ে ধনী

আজাদী প্রতিবেদন | বুধবার , ৫ জুলাই, ২০২৩ at ৬:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১০ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম। গতকাল তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্রের সাথে তিনি যে হলফনামা জমা দিয়েছেন তাতে দেখা যায়, নগদ টাকায় তিনি অন্য প্রার্থীদের মধ্যে সবচেয়ে ধনী। তার অস্থাবর সম্পদের মধ্যে দুটি ব্যাংকে নিজের নামে জমা আছে প্রায় ৪ কোটি টাকা।

নিজের নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে ২ কোটি ৬০ লাখ ৪২ হাজার ৮৩২ টাকা, ডাচ বাংলা ব্যাংকে ৫ লাখ ৭৭ হাজার ২শ টাকা, ডাচ বাংলা ব্যাংকের আরেক একাউন্টে ১ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ৩৫০ টাকা জমা আছে। এছাড়া নগদ আছে মাত্র ১০ হাজার টাকা।

সামসুল আলম পেশায় ব্যবসায়ী। ব্যবসা থেকে বছরে আয় ৫ লাখ টাকা। স্মার্ট ২৪ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২ লাখ টাকা এবং সিলভার এঙপ্রেস থেকে ৩ লাখ টাকা আয় হয়। স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু রয়েছে ১৫ হাজার টাকার। তার বাসায় ইলেকট্রনিক সামগ্রী রয়েছে ২৫ হাজার টাকার ও আসবাবপত্র রয়েছে ২৫ হাজার টাকার। তার কৃষিঅকৃষি জমি, বাড়ি এবং কোনো অ্যাপার্টমেন্ট নেই।

হলফনামায় দেখা যায়, সামসুল আলমের নামে বা নির্ভরশীলদের নামে কোনো দায়দেনা বা ব্যাংক ঋণ নেই।

পূর্ববর্তী নিবন্ধবাচ্চুর সম্পদ ৬ কোটি টাকার, ঋণ ২ কোটি ৮২ লাখ
পরবর্তী নিবন্ধতৃণমূল বিএনপির দীপকের দেড় কোটি টাকার সম্পদ