আদালতের কাছে নয় ব্যক্তিকে হত্যার দায় স্বীকার করেছেন জাপানের এক ব্যক্তি। টুইটারের মাধ্যমে ওই হতভাগ্যদের সঙ্গে তার যোগাযোগ হয়েছিল। এই হত্যাকাণ্ডের ঘটনা জাপানকে হতবাক করে দিয়েছে বলে বিবিসি জানিয়েছে। ‘টুইটার খুনি’ নাম পাওয়া তাকাহিরো শিরাইশির ফ্ল্যাটে মানবদেহের বিভিন্ন অংশ পাওয়ার পর ২০১৭ সালে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। বুধবার রাজধানী টোকিওতে তিনি আদালতকে জানিয়েছেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ ‘সত্য’। কিন্তু তার আইনজীবী যুক্তি দেখিয়ে বলেছেন, যেহেতু শিরাইশির শিকাররা নিজেদের খুন হওয়ার বিষয়ে সম্মতি দিয়েছিল তাই তার বিরুদ্ধে আনা অভিযোগ হ্রাস করা উচিত। কিন্তু শিরাইশি তার আইনজীবীর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন বলে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।
স্থানীয় দৈনিক মাইনিচি শিম্বুনকে তিনি জানিয়েছেন, নিহতদের সম্মতি ছাড়াই তিনি তাদের খুন করেছেন। হত্যাকাণ্ডের অভিযোগে দোষী সাব্যস্ত হলে শিরাইশির মৃত্যুদণ্ড হবে। জাপানে মৃত্যুদণ্ড ফাঁসির মাধ্যমে কার্যকর করা হয়।