জাপানে বন্দুক হামলা বিরল, আইনও অত্যন্ত কঠোর

| শনিবার , ৯ জুলাই, ২০২২ at ৮:৪২ পূর্বাহ্ণ

জাপানে বন্দুক হামলা একটি বিরল ঘটনা। কারণ দেশটিতে এ সম্পর্কিত কঠোর আইন রয়েছে। এমন অবস্থার মধ্যেই জাপানের সাবেক দুইবারের প্রধানমন্ত্রী শিনজো আবেকে প্রকাশ্যে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। এতে সেখানের নাগরিকরা গভীর উদ্বেগ প্রকাশ করছে। দেশটিতে বৈধভাবে একটি আগ্নেয়াস্ত্রের মালিক হওয়াও খুব কঠিন। তবে শিকারসহ কিছু ক্ষেত্রে বন্দুক রাখার অনুমোদন দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে মাদক ও মানসিক স্বাস্থ্যের বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি অপরাধের বিষয়গুলো যাচাই-বাছাই করা হয়। তাছাড়া দেশটিতে যারা বন্দুকের মালিক হতে চায় তাদের ট্রেনিং ও লিখিত পরীক্ষারও মুখোমুখি হতে হয়। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনির স্কুল অব পাবলিক হেল্‌থ জানিয়েছে, ২০১৮ সালে জাপানে গুলিতে নয়জনের মৃত্যু হয়। আর সে বছর যুক্তরাষ্ট্রে গুলিতে নিহতের সংখ্যা ছিল ৩৯ হাজার ৭৪০। ইন্টারন্যাশনাল সিকিউরিটি ইন্ডাস্ট্রিয়াল কাউন্সিলের জাপানবিষয়ক পরিচালক ন্যান্সি স্নো বলেন, আবের এই গুলিতে নিহত হওয়ার ঘটনা জাপানকে অনেকটা পাল্টে দেবে। তিনি আরও বলেন, জাপানে বন্দুক হামলা অত্যন্ত বিরল, যা সাংস্কৃতিকভাবেও অকল্পনীয়। যুক্তরাষ্ট্রে যে ধরনের বন্দুক হামলার ঘটনা ঘটছে তা জাপানের মানুষ কল্পনাও করতে পারে না। এটা অবর্ণনীয় মুহূর্ত। ২০১৭ সালে সাড়ে ১২ কোটি মানুষের দেশটিতে মাত্র ৩ লাখ ৭৭ হাজার মানুষের নিবন্ধিত অস্ত্র ছিল। প্রতি ১০০ জনে এ সংখ্যা শূন্য দশমিক ২৫ শতাংশ। যুক্তরাষ্ট্রে এ হার প্রতি ১০০ জনে ১২৫।

পূর্ববর্তী নিবন্ধশিনজো আবের বর্ণাঢ্য জীবন
পরবর্তী নিবন্ধজাপানকে বদলে দিতে পারে আবে হত্যাকাণ্ড