জাপানে প্রতি ১০ জনের একজনের বয়স ৮০ ছাড়িয়ে

| বুধবার , ২০ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:১৮ পূর্বাহ্ণ

জাপানে প্রতি ১০ জনের মধ্যে একজনের বয়স ৮০ বা তারও বেশি। এটি এবারই প্রথম দেখা গেলো। জাতীয় উপাত্তে দেখা গেছে, ১২৫ মিলিয়ন জনসংখ্যার ২৯ দশমিক ১ শতাংশের বয়স ৬৫ বা তারও বেশি, যা একটি রেকর্ড। বিশ্বে যেসব দেশে জন্মহার সবচেয়ে কম, সেসব দেশের মধ্যে একটি হলো জাপান। এই হার বাড়াতে দীর্ঘদিন ধরে দেশটি চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘে বলছে, জাপানে বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক জনসংখ্যা, যা ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের অনুপাতের মাধ্যমে পরিমাপ করা হয়। খবর বাংলানিউজের।

এই অনুপাত ইতালিতে ২৪ দশমিক ৫ শতাংশ এবং ফিনল্যান্ডে ২৩ দশমিক ৬ শতাংশ, যা বিশ্বে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়। ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি গবেষণা বলছে, ২০৪০ সালের মধ্যে জাপানে জনসংখ্যার ৩৪ দশমিক ৮ শতাংশের বয়স ৬৫ বা এর বেশি হতে পারে। ক্রমবর্ধমান সামাজিক নিরাপত্তা ব্যয়র কারণে জাপান আগামী অর্থবছরের জন্য রেকর্ড বাজেট অনুমোদন করেছে। অনেক দেশেই জন্মহার কম। এমনকি জাপানের আশপাশের কয়েকটি দেশেও। তবে সমস্যা গুরুতর জাপানে।

পূর্ববর্তী নিবন্ধবয়স নিয়ে আলোচনা সত্ত্বেও আবারো নির্বাচন করবেন বাইডেন
পরবর্তী নিবন্ধএফ-৩৫ যুদ্ধবিমান খুঁজতে আমজনতার সাহায্য চাইল মার্কিন সামরিক বাহিনী