জাপানের দক্ষিণাঞ্চলীয় ফুকুওকা শহরে একটি কনভেনিয়েন্স স্টোরে হাতের চাপে একটি বান পাউরুটি নষ্ট করা এবং সেটি না কিনে চলে যাওয়ার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। খবর বিডিনিউজের।
শহরের কর্তৃপক্ষ ৪০ বছর বয়সী ওই নারীকে অপরাধমূলক ক্ষতির অভিযোগে সোমবার গ্রেপ্তার করার খবর জানিয়েছে বিবিসি–কে।
পুলিশের কাছে এই নারী বলেছেন, কেবল পাউরুটিটি কতটা শক্ত সেটি যাচাই করার জন্যই তিনি হাত দিয়ে হালকা চাপ দিয়েছিলেন। অভিযোগে বলা হয়েছে, তিনি চারটি কালো তিল ও ক্রিম চিজ বান পাউরুটির একটি প্যাকেটে হাত দেন। প্যাকেটের মোড়ক অক্ষত থাকলেও তার ডান হাতের বুড়ো আঙুল দিয়ে চাপ দেওয়ার কারণে একটি বান বিকৃত হয়ে যায় এবং সেই প্যাকেটটি আর বিক্রি করা যায়নি।
পুলিশ বলেছে, দোকানের মালিক আগেও ওই নারীকে একাধিকবার এমন পাউরুটি নষ্ট করতে দেখেছিলেন। সোমবার যখন তিনি দোকান থেকে বের হচ্ছিলেন, তখন মালিক ক্ষতিগ্রস্ত বানটি দেখতে পান এবং তাকে সেটির দাম দিতে বলেন। প্যাকেটটির দাম ছিল প্রায় ১৮০ ইয়েন। দাম দিতে অস্বীকৃতি জানান ওই নারী। এরপর দোকান মালিক প্রায় ১ কিলোমিটার পথ অনুসরণ করে তাকে ধরে ফেলেন এবং পুলিশ ডেকে ধরিয়ে দেন। সমপ্রতি জাপানে প্র্যাক্ক্সস্টারদের বিরুদ্ধেও পুলিশ কঠোর অবস্থান নিচ্ছে। বিশেষ করে, সুশি রেস্তোরাঁয় খাবারে তামাশা করে হাত দেওয়া বা সয়াসস বোতলে জিহ্বা লাগানোর মতো কর্মকাণ্ড ঠেকাতে ব্যবস্থা নিচ্ছে পুলিশ।