তুষারপাতের সতর্কতার মধ্যে জাপানের গানমা প্রশাসনিক এলাকায় কান–এটসু এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। অন্তত ৫০টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়েছে। খবর বিডিনিউজের।
এতে ২ জন নিহত ও ২৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় পুলিশ জানায়, প্রথমে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। আগুন ধরে গিয়ে জ্বলতে শুরু করে ট্রাক দুটি। বরফে পিচ্ছিল রাস্তায় পরে ব্রেক কষতে না পেরে পেছনে আসতে থাকা আরও কমপক্ষে ৫০টি গাড়ি একে অপরটিকে ধাক্কা মারতে শুরু করে। দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ধরে যাওয়া আগুন প্রবল হাওয়ায় ছড়িয়ে পড়ে অন্তত ১০ টি গাড়ি দাউদাউ করে জ্বলতে থাকে। ঘটনায় টোকিওর বাসিন্দা ৭৭ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আরেকটি মৃতদেহ পাওয়া যায় জ্বলে যাওয়া ট্রাকের চালকের সিটে। গুরুতর জখম হয়েছে ৫ জন। আর ২১ জন সামান্য আহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। বড়দিনের পর থেকেই তুষারপাত শুরু হয়েছে জাপানে। বরফে পিচ্ছিল হয়ে আছে রাস্তাঘাট।












