জাপানে টয়োটার সব কারখানায় গাড়ি তৈরি স্থগিত

| বুধবার , ৩০ আগস্ট, ২০২৩ at ১১:০০ পূর্বাহ্ণ

জাপানে সব কারখানায় গাড়ি তৈরির কাজ স্থগিত করেছে অটোমোবাইল জায়ান্ট টয়োটা। উৎপাদন ব্যবস্থায় ত্রুটির কারণে এমন সিদ্ধান্ত নেয় কোম্পানিটি। এর ফলে বিশ্বে সবচেয়ে বেশি বিক্রিত গাড়ি তৈরি কোম্পানির দেশীয় উৎপাদন থমকে গেছে। ত্রুটির কারণে কোম্পানিটি যন্ত্রাংশ কেনার অর্ডার দিতে পারছে না। টয়োটার একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, টয়োটা ত্রুটির কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। তবে সাইবার হামলার কারণে সমস্যা হয়েছে বলে মনে করছে না কোম্পানিটি। মঙ্গলবার সকালে টয়োটা জাপানের ১৪টি সংযোজন কারখানার মধ্যে ১২টির কার্যক্রম স্থগিত করে। খবর বিডিনিউজের।

পরে টয়োটার মুখপাত্র ১৪টি কারখানাতেই কার্যক্রম স্থগিত করার কথা জানান। কাজ আবার কবে শুরু হবে এ বিষয়ে কোম্পানিটি এখনও কিছু বলেনি এবং হঠাৎ কাজ বন্ধের কারণে আনুমানিক কতটা ক্ষতি হবে সে বিষয়েও কোনও ধারণা দেয়নি। টয়োটার ওই ১৪টি কারখানায় কোম্পানিটির বৈশ্বিক উৎপাদনের প্রায় একতৃতীয়াংশ গাড়ি তৈরি করা হয়। নানা কারণে টয়োটার উৎপাদন বেশ কমেছিল গত কয়েক বছরে। গত বছর সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল টয়োটা কোম্পানি। কাজ বন্ধ থাকায় গাড়ির উৎপাদন ব্যাহত হয়। কোভিডের কারণেও গত বছর টয়োটায় কাজ বন্ধ হয়েছিল। তবে চলতি বছরের প্রথমার্ধে কোম্পানিটির উৎপাদন আগের তুলনায় বেড়েছিল। গত দুই বছরের মধ্যে এ বছরই প্রথমবারের মতো প্রবৃদ্ধির মুখ দেখছিল কোম্পানিটি। উৎপাদন বাড়ানোর ছন্দে থাকার সময়ই ফের কাজ স্থগিতের ঘোষণা এল।

পূর্ববর্তী নিবন্ধ২০২৪ সালের মার্চে শুরু হবে ট্রাম্পের বিচার
পরবর্তী নিবন্ধভারতের চালের মজুদে টান, রপ্তানি বন্ধে বিশ্বে তীব্র হচ্ছে সংকট