জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও জাপান ইনোভেশন পার্টি (ইশিন) জোট সরকার গঠনে মোটাদাগে একমত হয়েছে বলে জানিয়েছে টোকিওভিত্তিক বার্তা সংস্থা কিয়োডো। দল দুটির মধ্যে জোট হলে তা সানায়ে তাকাইচির সরকারপ্রধান হওয়ার পথ করে দেবে, জাপান পাবে তাদের প্রথম নারী প্রধানমন্ত্রী।
এলডিপির নেতা তাকাইচি ও ডান–ঘরানার ছোট দল ইশিনের নেতা হিরোফুমি ইয়োশিমুরা সোমবার এক চুক্তির মাধ্যমে জোট গঠনের আনুষ্ঠানিকতা সারবেন বলে রোববার কিয়োডো জানিয়েছে। এ প্রসঙ্গে জানতে চেয়ে বার্তা সংস্থা রয়টার্স এলডিপি ও ইশিন সদরদপ্তরে ফোন করলেও কার্যালয় খোলা থাকার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় কাউকে পাওয়া যায়নি। খবর বিডিনিউজের।