ঘণ্টায় ১৮০ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে জাপানের দক্ষিণের কিউশু দ্বীপে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় নানমাদোল। যেটিকে জাপানে আঘাত হানা প্রলয়ঙ্ককারী ঘূর্ণিঝড়গুলোর একটি বলা হচ্ছে। ঘূর্ণিঝড়ে প্রাণহানি এড়াতে অন্তত ৪০ লাখ মানুষকে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে বলে জানায় বিবিসি। ঝড়ের সঙ্গে ভারি ও অতি ভারি বর্ষণের কারণে আকস্মিক বন্যা এবং ভূমিধসের আশঙ্কায় কিউশু দ্বীপে সব ধরণের ফেরি ও বুলেট ট্রেন সেবা আগেই বন্ধ করে দেয়া হয়। বাতিল হয়ে গেছে শতাধিক ফ্লাইট।
বিবিসি জানায়, গতকাল রোববার স্থানীয় সময় সকালে ঘূর্ণিঝড় নানমাদোল কিউশু দ্বীপের দক্ষিণের নগরী কাগোশিমার কাছ দিয়ে ভূখণ্ডে উঠে আসে। ঝড়ের প্রভাবে আজ সোমবার ৫০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হবে বলেও পূর্বাভাস দেয়া হয়েছে। যে চারটি দ্বীপ জাপানের মূলভূখণ্ডের কেন্দ্রে অবস্থিত তার সর্বদক্ষিণের দ্বীপ কিউশু, যেখানে এক কোটি ৩০ লাখের বেশি মানুষের বসবাস। ঘূর্ণিঝড়ের কারণে সেখানে শনিবারই ‘স্পেশাল এলার্ট’ জরি করা হয়। জাপানের ওকিনাওয়া অঞ্চরের নগরী ইজুমির একজন কর্মকর্তা জানান, রোববার বিকাল থেকে সেখানকার পরিস্থিতি দ্রুত খারাপ হয়েছে। খবর বিডিনিউজের।
তিনি বলেন, প্রচণ্ড ঝড়ো হাওয়া বইছে। সেইসঙ্গে অঝরে বৃষ্টি ঝরছে। বাইরে একদম সাদা হয়ে আছে। কিছুই দেখা যাচ্ছে না। ভারি বৃষ্টি ঝরিয়ে ঘূর্ণিঝড়টি এখন কিউশুর উপর দিয়ে জাপানের উত্তরাঞ্চলে দিকে অগ্রসর হচ্ছে। এরপর সেটি মধ্যাঞ্চল দিয়ে রাজধানী টোকিওর দিকে অগ্রসর হবে।