জাপানে আত্মহত্যার হার খুব বেশি না হলেও কম নয়। মাঝে মধেই এ সংখ্যা লাফিয়ে বেড়ে যায়। সমপ্রতি অবাক করা এক তথ্য পাওয়া গেছে, আর তা হলো, মহামারি করোনা ভাইরাসে জাপানে শনিবার পর্যন্ত প্রাণ হারিয়েছে ২ হাজার ৮৭ জন। কিন্তু গত অক্টোবরে জাপানে আত্মহত্যা করেছেন তার চেয়েও বেশি মানুষ এবং এ সংখ্যা ২ হাজার ১৫৩! জাপানের ন্যাশনাল পুলিশ সংস্থার পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে। খবর বাংলানিউজের।
সামাজিক বিচ্ছিন্নতা, দীর্ঘ কর্মঘণ্টা, পড়াশুনার চাপের পাশাপাশি করোনায় আর্থিক অনিশ্চিয়তার কারণেও আত্মহত্যার কথা ভাবছেন অনেক জাপানিজ। টোকিওর ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের মিচিকো উয়েদা বলেছেন, আমাদের সেভাবে লকডাউন জারি করা হয়নি। অন্য দেশের তুলনায় করোনার প্রভাবও এখানে কম পড়েছে… তারপরও আত্মহত্যার পরিমাণ বেড়েছে। এতে ধারণা করা যাচ্ছে যে, অন্য দেশগুলোতেও এ ধরনের কিংবা তার চেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটার শঙ্কা রয়েছে। বিশ্বে আত্মহত্যার হারে জাপানের নাম প্রথম দিকেই। উন্নত দেশগুলোর মধ্যে জাপানই একমাত্র দেশ যারা নিয়মিত আত্মহত্যায় মৃত্যুর সংখ্যা প্রকাশ করে থাকে।