জাপানের অর্ডার অফ দি রাইজিং সান অ্যাওয়ার্ড গ্রহণ করলেন মতিউর রহমান

| বুধবার , ৩০ মার্চ, ২০২২ at ১২:১৬ অপরাহ্ণ

উত্তরা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান জাপান সরকারের দি অর্ডার অফ দ্য রাইজিং সান, গোল্ড রেইস উইথ রোসেট ২০২১ পুরস্কার গ্রহণ করেছেন। তিনিই প্রথম বাংলাদেশি ব্যবসায়ী হিসেবে জাপান সরকার কাছ থেকে এই সম্মাননা পান। এটি জাপানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। জাপান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার তুলে দেন। অর্ডার অফ দ্য রাইজিং সান অ্যাওয়ার্ডটি ১৮৭৫ সালে জাপান সম্রাট মেইজি প্রচলন করেছিলেন।
মতিউর রহমান জাপান বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (জেবিসিসিআই) প্রতিষ্ঠায় এবং বালাদেশে জাপানিজ কোম্পানির বিনিয়োগ প্রচারে অবদান রাখেন ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত জেবিসিসিআইর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে, তিনি জাপানিজ কোম্পানিদের জন্য ব্যবসার পরিবেশ উন্নত এবং দুই দেশের মধ্যে একটি শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলতে প্রচেষ্টা অব্যাহত রাখেন। বর্তমানে বাংলাদেশে ২৫৪ টি জাপানি কোম্পানি কাজ করছে এবং গত ১০ বছরে এই সংখ্যা তিনগুণ বেড়েছে।
অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি জাপান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে দীর্ঘকালীন অবদানের জন্য মতিউর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জাপানের রাষ্ট্রদূত আরও বলেন, আমি মতিউর রহমানকে আন্তরিক অভিনন্দন জানাতে চাই। জাপান-বাংলাদেশ সম্পর্কে তাঁর অর্জন এবং অবদান অসাধারণ। আমি বিশেষভাবে আনন্দিত আমরা জাপান ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীতে সম্মাননা প্রদান করতে পারছি। উল্লেখ্য, মতিউর রহমান ২০০২ ও ২০০৩ সালে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) দুইবার নির্বাচিত সভাপতি, তিন মেয়াদে পরিচালক এবং এক মেয়াদে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিআই) সিনিয়র সহ-সভাপতি ছিলেন এবং বর্তমানে বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স এ্যাসোসিয়েশনের (বিমামা) সভাপতিসহ বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে জড়িত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকমছে চালের দাম
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু