জাপটে ধরে কোটের পকেট থেকে টাকা ছিনতাই

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ১২ জানুয়ারি, ২০২৬ at ৬:০৩ পূর্বাহ্ণ

প্রবাস জীবনে জমানো দেড় লাখ টাকা তুলে বাড়ি ফিরছিলেন ষাট বছরের মনসুর আহম্মেদ। কিন্তু ব্যাংকের মূল ফটকের সামনে ছিনতাইয়ের শিকার হয়েছেন। মাস্ক পরা ওই দুই ব্যক্তি হঠাৎ এসে তাকে জাপটে ধরে কোটের পকেটে হাত দিয়ে দেড় লাখ টাকার মধ্যে এক লাখ টাকা নিয়ে দ্রুত চলে যায়। মীরসরাইয়ে ইসলামী ব্যাংকের সামনে গতকাল রোববার দুপুরে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। মনসুর আহম্মদ উপজেলার ইছাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লুদ্দাখালী গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী মনসুর আহম্মদ বলেন, ‘দুপুরে ইসলামী ব্যাংকের মীরসরাই শাখায় আমার জমানো দেড় লাখ টাকা তুলি। এরপর বের হয়ে ব্যাংকের সামনে সড়কের ওপর এলে দুই ব্যক্তি আমাকে ঝাপটে ধরে। মাস্ক পরা ওই দুই ব্যক্তি হঠাৎ আমার কোটের পকেটে হাত দিয়ে দেড় লাখ টাকার মধ্যে এক লাখ টাকা নিয়ে দ্রুত চলে যায়।’ মনসুর আহম্মদের বড় ছেলে মো. তায়েফ বলেন, বাবা প্রবাসী ছিলেন। নিজের জমানো টাকা পারিবারিক কাজে উত্তোলন করতে এসে ব্যাংকের মূল ফটকের সামনে ছিনতাইয়ের শিকার হয়েছেন। টাকা ছিনতাই হওয়ায় তিনি ভেঙে পড়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ ( ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, মীরসরাই পৌর সদরে টাকা ছিনতাইয়ের বিষয়টি জেনেছি। ভুক্তভোগী ব্যক্তিকে থানায় অভিযোগ দিতে পরামর্শ দিয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।

পূর্ববর্তী নিবন্ধবেপরোয়া বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল দোকানে
পরবর্তী নিবন্ধজনগণ সচেতন, কোনো অপশক্তি পরিস্থিতি ঘোলাটে করতে পারবে না