জান মাল ও সংখ্যালঘুদের সম্পদ রক্ষা দেশপ্রেমিক জনতার দায়িত্ব

জাতীয়তাবাদী বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের স্মরণসভায় বক্তারা

| শনিবার , ১০ আগস্ট, ২০২৪ at ৭:৫৪ পূর্বাহ্ণ

নগরীর দেওয়ান বাজার ঘাটফরহাদবেগস্থ অস্থায়ী কার্যালয়ে জাতীয়তাবাদী বাইন্ডিং শ্রমিক ইউনিয়ন চট্টগ্রামের উদ্যোগে গতকাল ছাত্র জনতার গণ আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের স্মরণে চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ে দীর্ঘদিন দায়িত্ব পালনকারী মরহুম নূর হোসেনের আত্মার মাগফেরাত কামনা করে এবং আহতদের সুস্বাস্থ্য কামনা করে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ এম নাজিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক এম এ বাতেন, আবু বক্কর সিদ্দিক, আবুল হাশেম, মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ রবিউল হোসেন, আব্দুল খালেক, আব্দুল মাবুদ, মোহাম্মদ কফিল উদ্দিন, আব্দুল লতিফ, মোঃ শহীদুল্লাহ, মোহাম্মদ অলিউল্লাহ, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ ইউসুফ খান, মোহাম্মদ এনামুল, মোহাম্মদ আলআমিন, মোহাম্মদ বাদশা, মোহাম্মদ জুয়েল প্রমুখ। মিলাদ মাহফিলে মুনাজাত পরিচালনা করেন মাস্টারপুল জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল কবির। এ সময় প্রধান অতিথি এ এম নাজিম উদ্দিন বলেন, দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখা আমাদের সকলের কর্তব্য। আইনশৃঙ্খলা দায়িত্বশীলরা জনরোষের মুখে হাসিনার মতন পালিয়ে গেছেন। এই সুযোগে কিছু দুষ্কৃতকারীরা লুটপাট ছিনতাই, রাহাজানিসহ বিভিন্ন অরাজকতা সৃষ্টি করছে। এর থেকে রক্ষার জন্য সকল সমপ্রদায়ের লোকদের রক্ষার জন্য বিশেষ করে বিভিন্ন ধর্মাবলম্বী সংখ্যালঘু জনগণের জানমাল রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাসিনার বিচার দাবিতে রাউজানে বিক্ষোভ
পরবর্তী নিবন্ধসামপ্রদায়িক হামলা ও লুটপাট বন্ধের দাবি