রুবাব পাবলিকেশন থেকে প্রকাশিত লেখক গল্পকার কবি জান্নাতুল ফেরদৌসের ‘গিরগিটি জীবন’ গ্রন্থের প্রকাশনা উৎসব গত ১০ মে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি আর্ট গ্যালারি হলে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ সভাপতি মো. সাহাব উদ্দীন হাসান বাবুর সভাপতিত্বে প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর এস.এম নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক অধ্যাপক এলিজাবেথ আরিফা মোবাশশিরা, লেখক সাবিহা মুসা, লেখক এমরান চৌধুরী, গিরগিটি জীবন গ্রন্থের উপর নির্ধারিত আলোচনা করেন শিশুসাহিত্যিক, কবি অরুণ শীল, লেখক সাঈদুল আরেফীন, অনুবাদক ফারজানা রহমান শিমু।
উপস্থিত অতিথি, দর্শকের সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। লেখক আজহার মাহমুদের স্বাগত বক্তব্যের পর শুভেচ্ছা বক্তব্য রাখেন আইআইইউসির অধ্যাপক ড. সৌরভ শাখাওয়াত, শিশুসাহিত্যিক ইফতেখার মারুফ, ওমরগণি এম.ই.এস কলেজ বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক গোফরান উদ্দিন টিটু, এপেঙ ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট ফাতেমা জেবুন্নেসা। শুভেচ্ছা বক্তব্য রাখেন চিকিৎসক ডাঃ এম. আর. খান। বক্তব্য রাখেন আবদুল্লাহ আল হারুন মুনতাসির, আলমগীর ইমন, মুহাম্মদ আজিম উদ্দিন। ইশফাক শুভর সঞ্চালনায় কবিতা থেকে আবৃত্তি করেন ফায়জান মোল্লা, প্রিয়ন্তী দাশ পৃথা, শান্তা মজুমদার, সুহাইলা আফরোজ, ওমর ফারুক, ইশফাক শুভ, লেখকের জীবনী পাঠ করেন সুহাইলা আফরোজ।