মিয়ানমারের রাখাইন রাজ্যের স্বায়ত্তশাসনের জন্য লড়াইরত আরাকান আর্মি (এএ) জানিয়েছে, ক্ষমতাসীন সামরিক জান্তার নিরাপত্তা বাহিনীর বহু সদস্য আত্মসমর্পণ করেছে। পাশাপাশি বেশ কিছু সেনাকে আটক করা হয়েছে। জান্তার বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠীগুলোর এক সমন্বিত আক্রমণে এ সাফল্য এসেছে বলে গতকাল বুধবার এএ জানিয়েছে। তারা জানায়, আক্রমণের মুখে অন্তত ২৮ জন পুলিশ সদস্য তাদের অস্ত্র ফেলে আত্মসমর্পণ করেছে আর একই সময় ১০ সেনাকে গ্রেপ্তার করা হয়েছে। খবর বিডিনিউজের।
অক্টোবরের শেষ দিক থেকে মিয়ানমারের তিনটি সংখ্যালঘু জাতিগত বিদ্রোহী বাহিনী একজোট হয়ে জান্তা বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ শুরু করেছে। এরই মধ্যে এই জোট কয়েকটি ছোট ছোট শহর ও সেনাপোস্ট দখল করে নিয়ে সাফল্য দেখিয়েছে।