জান্তার আরও দুটি ঘাঁটি আরাকান আর্মির দখলে

| বুধবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৩৫ পূর্বাহ্ণ

মিয়ানমারের রাখাইন রাজ্যে তীব্র লড়াইয়ের মাঝে সামরিক জান্তার আরও দুটি ঘাঁটি দখল করেছে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। তারা বলছে, বেশ কয়েকদিনের লড়াইয়ের পর সোমবার সকালে ঐতিহাসিক ম্রাউক উ এবং কিয়াউক্তাউ উপশহরে অবস্থিত মিয়ানমারের সামরিক বাহিনীর লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন এলআইবি ৩৭৮এর সদর দপ্তর দখল করে নিয়েছে তারা। খবর বাংলানিউজের।

এর আগে গত ৩০ জানুয়ারি আরাকান আর্মি এলআইবি ৩৪০ সদর দপ্তর দখল করে এবং এলআইবি ৩৭৭ ঘাঁটিতে হামলা চালায়। আরাকান আর্মি বলছে, এই তিনটি ব্যাটালিয়ন ব্যবহার করে জান্তা বাহিনী ম্রাউক উ রাজ্যের ঐতিহাসিক রাজধানী, ম্রাউক উ প্রত্নতাত্ত্বিক যাদুঘর, শহরের আবাসিক

এলাকা এবং আশেপাশের গ্রামগুলোতে গোলাবর্ষণ করছিল।

গত ২ ফেব্রুয়ারি আরাকান আর্মি কিয়াউক্তাউ উপশহরে এলআইবি ৩৭৬ সদর দপ্তর দখল করে এবং মিনবিয়া, কিয়াউক্তাউ এবং ম্রাউক উ উপশহরের অন্যান্য জান্তা ঘাঁটিগুলিতে আক্রমণ শুরু করে। রাথেদাউং, পোন্নাগিউন, রামরি এবং অ্যান শহরে আকাশ ও নৌপথে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সীমান্তে মংডু উপশহরের টাং পিয়োতে সীমান্ত ফাঁড়িওে হামলা চালিয়েছে আরাকান আর্মি।

পূর্ববর্তী নিবন্ধএকজন রোহিঙ্গাকেও ঢুকতে দেব না : বিজিবি ডিজি
পরবর্তী নিবন্ধসংসদের সংরক্ষিত আসনে ভোট ১৪ মার্চ