দেওয়ানহাট মিঠাগলি নিবাসী দেওয়ানহাট রিক্রিয়েশন ক্লাবের সদস্য ও সাবেক ফুটবলার মোহাম্মদ জানে আলম (ঝন্টু) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টায় নিজ বাসভবনে মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, পুত্রসহ অসংখ্য আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে যান। একই দিন বাদে জোহর দেওয়ানহাট ছানাউল্লাহ জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে হাজী মসজিদ সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন দেওয়ানহাট রিক্রিয়েশন ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অনেকে। প্রেস বিজ্ঞপ্তি।











