ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ সামনে রেখে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প আয়োজনের পরিকল্পনা গ্রহন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মহামারিকালে সিরিজটি আয়োজনের লক্ষ্যে সকল পরিকল্পনা ইতোমধ্যে সফরকারী বোর্ডকে পাঠিয়েছে বিসিবি। এখন শুধু তাদের সবুজ সংকেতের অপেক্ষায়। সিরিজটি ইতিবাচকভাবেই এগুচ্ছে বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে ক্যাম্প শুরুর পরিকল্পনা আছে আমাদের। বাংলাদেশের বিপক্ষে সিরিজটি সামনে রেখে আয়োজক বিসিবি’র প্রস্তুতি দেখতে ইতোমধ্যেই বাংলাদেশ সফর করে গেছে ক্রিকেট উইন্ডিজের দুই সদস্যের পর্যবেক্ষক দল। সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজের সম্ভাব্য দুই ভেন্যু, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও প্রস্তুত ম্যাচের ভেন্যু বিকেএসপিও পরিদর্শন করেছে তারা। পরিদর্শন শেষে বিসিবির পরিকল্পনা ও সফরকারী দলটির নিরাপত্তা ব্যবস্থা দেখে তারা ভূয়সী প্রশংসাও করে গেছেন।