জানুয়ারিতে আরও তিন শৈত্যপ্রবাহের পূর্বাভাস চলতি সপ্তাহে শীতের যে তীব্রতা এমনই থাকবে

| রবিবার , ৪ জানুয়ারি, ২০২৬ at ৩:৩৪ পূর্বাহ্ণ

দেশের উত্তরপশ্চিমাঞ্চলের রাজশাহী, পাবনা, নওগাঁসহ নয়টি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে আবওহাওয়া অধিদপ্তর জানিয়েছে। আর চলতি মাসে দেশে দুইটি থেকে তিনটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে আবওহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে; সেগুলোর মধ্যে একটি বা দুইটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহে রূপান্তরিত হতে পারে বলে মনে করছেন আবওহাওয়াবিদ কাজী জেবুন্নেসা। খবর বিডিনিউজের।

তিনি গতকাল শনিবার বলেন, রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এখন শীতের যে তীব্রতা অনুভূত হচ্ছে, চলতি সপ্তাহে এমনই বহাল থাকবে বলেও জানিয়েছেন তিনি। অধিদপ্তর বলছে, গতকাল শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজশাহী, ঈশ্বরদী ও বদলগাছিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী পাঁচ দিনের আবওহাওয়ার পূর্বাভাসে গতকাল শনিবার উত্তরপশ্চিমাঞ্চলের ৯টি জেলার ওপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাওয়ার বার্তা দিয়েছে আবওহাওয়া অধিদপ্তর। এছাড়া শনি থেকে বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ পাঁচ দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। আজ রোববার ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। শনি, রোব ও সোমবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং মঙ্গল ও বুধবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে জানিয়ছে আবওহাওয়া অধিদপ্তর।

পূর্ববর্তী নিবন্ধরাজনৈতিক বিভেদে নয়, রাউজানে খুনোখুনি চাঁদাবাজি দখলদারিত্বে : গোলাম আকবর
পরবর্তী নিবন্ধচট্টগ্রামকে জলাবদ্ধতার অভিশাপমুক্ত করতে স্থায়ী সমাধান করা হচ্ছে