আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা কমলেও টাকার অবমূল্যায়ন হওয়ার কারণ দেখিয়ে নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে এলপিজির দাম অপরিবর্তিত রেখেছে সরকার। বহুল ব্যবহৃত ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম নভেম্বর ও ডিসেম্বর মাসের মত ১৪৫৫ টাকা রাখা হয়েছে।
জানুয়ারি মাসের জন্য এলপিজির এই দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটারি কমিশন–বিইআরসি বলেছে, বৃহস্পতিবার (গতকাল) সন্ধ্যা ৬টা থেকে নতুন এই মূল্য কার্যকর হবে।
এ মাসের জন্য প্রতিকেজি এলপিজির দাম ১২১ টাকা ১৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন নির্ধারিত মূল্যহার অনুযায়ী অন্যান্য পরিমাণের সিলিন্ডারের দাম ঠিক করা হয়েছে। এই মাসে যানবাহনের জন্য ব্যবহৃত অটোগ্যাসের দাম ঠিক করা হয়েছে প্রতি লিটার ৬৬ টাকা ৭৮ পয়সা। রেটিকুলেটেড পদ্ধতির গ্যাসের দাম প্রতি কেজি ১১৭ টাকা ৩৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। খবর বিডিনিউজের।
সৌদি আরমকোর ঘোষিত মূল্য অনুযায়ী আন্তর্জাতিক বাজারে জানুয়ারি মাসের জন্য প্রোপেন ও বিউটেনের গড় মূল্য নির্ধারণ করা হয়েছে ৬১৮ দশমিক ৫০ ডলার যা ডিসেম্বর মাসের জন্য ছিল ৬৩১ দশমিক ৭৫ ডলার।
বিইআরসির সদস্য (গ্যাস) মিজানুর রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা কমলেও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে দাম নির্ধারণে সেই সুফল কাজে লাগানো যায়নি।
প্রোপেন ও বিউটেনের গড় মূল্য প্রতি টনে ১৩ দশমিক ২৫ ডলার কমেছিল।
ডিসেম্বর মাসে প্রতি ডলারের বিনিময় হার ১২০ টাকা ২১ পয়সা ধরা হলেও জানুয়ারি মাসে তা ১২২ টাকা ৩৪ পয়সা ধরা হচ্ছে।