জানা গেল পরীমনির কলকাতা ভ্রমণের কারণ

| শনিবার , ১৬ মার্চ, ২০২৪ at ৫:০৭ পূর্বাহ্ণ

কিছুদিন ধরে ঢাকাই সিনেমার নায়িকা শামসুন্নাহার স্মৃতি পরীমনির ফেইসবুকে তার কলকাতা ভ্রমণের ছবি ও খবর মিলছিল। এবার জানা গেল, প্রতিবেশী দেশটির এই রাজ্যটিতে একটি নতুন কাজে ঝাঁপিয়ে পড়ছেন পরীমনি।

আনন্দবাজার লিখেছে, কলকাতার সিনেমায় অভিষেক ঘটতে চলেছে তার। সিনেমার নাম ‘ফেলুবকশি’। এতে পরীমনির বিপরীতে থাকছেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী। থ্রিলারধর্মী এই সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে চলতি মাস থেকে। তবে এই সিনেমার ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে পরীমনির আলাপআলোচনা শুরু হয় গত বছর থেকে। খবর বিডিনিউজের। সিনেমায় পরীমনির নাম ‘লাবণ্য’, যিনি রহস্যময় এক নারী। শুটিংয়ের আগে পাঁচদিনের গ্রুমিং ক্লাসে অংশ নেওয়ার কথা রয়েছে এই অভিনেত্রীর। এর ফাঁকে কলকাতায় একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংও করবেন তিনি। এর মধ্যে শেষ হয়েছে পরীমনির ‘ডুডোর গল্প’ সিনেমার শুটিং। বাংলাদেশ সরকারের অনুদানে এই সিনেমা পরিচালনা করছেন রেজা ঘটক।

পূর্ববর্তী নিবন্ধদুই অভিনেত্রীর টক্কর দেখবে হুগলি
পরবর্তী নিবন্ধএবার চঞ্চলের কণ্ঠে হাশিম মাহমুদের ‘বাজি’