জানালার গ্রিল ভেঙে চুরি, তিনজন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৭ এপ্রিল, ২০২২ at ৬:৩৭ পূর্বাহ্ণ

নগরীর ফিরিঙ্গীবাজার এলাকার একটি বাড়ির জানালার গ্রিল ভেঙে ৩টি মোবাইল ও নগদ ২৫ হাজার টাকা চুরির ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার ভোরে নগরীর বাকলিয়া থানার বেড়া মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের থেকে চুরিকৃত ৩টি মোবাইল সেট ও নগদ ১০ হাজার টাকাসহ চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল সাজ্জাদ হোসেন (১৯), মো. রুবেল (২৮) ও মো. বাচ্চু (৩০)। তিনজনই বাকলিয়া এলাকার বাসিন্দা। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির আজাদীকে জানান, গত ১৫ মার্চ ফিরিঙ্গীবাজার মসজিদ গলির সামশুল হকের বাড়ির জানালার গ্রিল ভেঙে ৩টি মোবাইল ও নগদ ২৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায় অজ্ঞাতনামা আসামিরা। পরে এ ঘটনায় ভুক্তভোগীরা কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত করতে গিয়ে জানা যায়, চোর চক্রের সদস্যরা বাকলিয়ায় অবস্থান করছে। পরবর্তীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা বিভিন্ন কৌশলে মানুষের বাসা বাড়িতে চুরি করে, পরবর্তীতে চোরাইকৃত মালামাল বেচাকেনা করে নির্দিষ্ট জনের কাছে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে পিস্তল ও মাদকসহ আটক ৫
পরবর্তী নিবন্ধবিদেশিসহ দুজনের সম্পদ ক্রোকের আদেশ