জানালার গ্রিল কেটে ব্যাংক কর্মকর্তার বাসায় চুরি

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৪ আগস্ট, ২০২৫ at ৭:২০ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গা এলাকায় এক ব্যাংকারের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ল্যাপটপ, মোবাইল ফোনসহ নগদ টাকা নিয়ে গেছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল শনিবার ব্যাংক কর্মকর্তা সালেহ নূর পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন। দক্ষিণ পতেঙ্গার ডেইলপাড়া মাজার গলি এলাকায় ইসলামী ব্যাংক কাঠগড় বাজার এজেন্ট ইনচার্জের দায়িত্বে রয়েছেন তিনি।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান জানান, চুরির ঘটনায় মো. বাদশা ও রমিজসহ কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি বলেন, চোরের দল জানালার গ্রিল কেটে ব্যাংক কর্মকর্তার বাসায় প্রবেশ করেন। এরপর তার ছেলের ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন ও স্ত্রীর নগদ ৪০ হাজার টাকা নিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ১৬ আসনে দরকার সাড়ে ১৭ হাজার স্বচ্ছ ব্যালট বাক্স
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা যুবকের পেটে মিলল আড়াই হাজার ইয়াবা